Ads

প্রতিবন্ধকতা

 

আকাশ নীলে পরিপূর্ণ মেঘেদের নেই দেখা ৷

সূর্য তার তীব্র দহনে জ্বলে উঠেছে একা ৷৷

তেমনই আমার প্রতিবন্ধকতা তীব্র দহনে চলেছি অবিরত ৷

তীব্রতা পারদ ছাড়িয়ে প্রতিভার আগুন জ্বালিয়েছি অনবরত ৷৷

পঙ্গু শরীরের অবসাদ নিয়ে বসে আছি ঘরে একা ৷৷

মাটির মূর্তিতে রঙ ধরেছি মুখে তুলি নিয়ে আমি রেখা ৷৷

তুলির অস্ত্র নিয়ে তীব্র প্রতিজ্ঞায় জ্বেলেছি আমার প্রতিভা ৷

মনের জোর যেন কখনও হয়না ক্ষুন্ন এটাই আমার প্রতিজ্ঞা ৷৷

ঈশ্বর করেনি দয়া আমাকে প্রতিবন্ধকতা রূপে গড়ে তুলেছে ৷

তাই বলে নিরুপায় ভেবে আমার দিকে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে ৷৷

কেন এতো ভেদাভেদ, কিসের এতো রূপের অহংকার ৷

আমরা যে সবাই ঈশ্বরের সৃষ্টি এটাই করি অঙ্গীকার ৷৷

 

অনামিকা বোস- কবি

আরও পড়ুন