Ads

প্রস্তুত হও ভগ্নি

এম আর মাহমুদ

হও দুর্বার, লহ হাতিয়ার
ওহে, প্রস্তুত হও ভগ্নি,
সময় নহে কাঁদিবার
হও দুর্বার, হও জুগনি।

জাগো ভগ্নি,হও অগ্নি
চলো ঝঞ্ঝার গতি ল য়ে,
পেশির ভাড়ে তরি লও
বিপরীতে যাও ব য়ে।

তুমি চন্দ্র, তুমি রবি
গগনের মতো সীমাহীন,
তুমি তারার আলোয় উজ্জ্বল
তুমি বজ্রের ছায়া ছবি।

তুমি গরীয়ান, তুমি মহীয়ান
তুমি অনন্যা, মহীয়সী
তুমি সংসার দাহে পুড়িয়া
হাসো পুষ্পের মতো হাসি।

তুমি দুর্বার, নহে হারবার
তুমি শহীদের জননী,
বীরাঙ্গনা, নারী তুমি
তুমি ঢাল, সুহাসিনী।
(সংক্ষেপিত)

০৬-১০-২০২০ইং
ছাত্র কানন।

এম আর মাহমুদ – কবি।

আরও পড়ুন