ফারহানা শরমিন জেনী
মরুপথে ফুটলো এক ফুল
উঠলো ডেকে পাখি
মা আমেনার কোল জুড়ে
হাসছে যে বুলবুল।
অন্ধকারে আলোর দিশা
পেলেন তিনি
ঐশী ক্ষমতার বলে
মিথ্যাবাদির খাতায়
নাম কাটালেন আগে;
তাইত সবাই আদর করে
ডাকলো আলামিন।
কাফের মুশরিক সবাই
বাসতো ভিষণ ভালো
যেই না পেলেন ওহীর বাণী
অমনি সবাই মুখ ফিরিয়ে নিলো।
দরুদ তোমার রওজা পরে পৌঁছে
দিলাম সবাই,
তোমার ঋণ শোধরাবার
ক্ষমতা যে নাই।
প্রিয় রাসুল প্রিয় মানব
মোহাম্মদ তুমি হৃদয়ে জেগে আছো
তোমার পথে চলতে চাই আজও।