Ads

প্রেম

 

প্রেম সে তো মনের অব্যক্ত কথা
হৃদয়ের রঙিন আয়না
কল্পনার রঙে আঁকা ছবি
চাইলেও ছোঁয়া যায় না।

প্রেম এসেছিল মৃদু পায়ে নীরবে-নিভৃতে
মনের দরজায় জীবনে একবার
এখনকার প্রেম সে তো প্রতিদিন
প্রতি মাসে আসে বার বার।

লাইলি মজনুর প্রেম ইতিহাসে
আজও হয়ে আছে কিংবদন্তি
টাকা দিয়ে কেনা প্রেম
নেই তো তার কোন গতি।

আগেকার প্রেম ছিল স্বর্গীয় দান
এখনকার প্রেম হল বন্যার বান
টাকা হলে প্রেম প্রীতি কতো ভালোবাসা
টাকা ছাড়া প্রেম প্রীতি সবকিছু মিছে।

টাকা দিলেই শুনা যায়
কত ঢং এর কথা
প্রেমের অভিনয় দেখে
ঘুরে যায় মাথা।

আসলে প্রেম হলো মনের আবেহ
বুকের রক্ত ক্ষরণ
প্রেম ভালোবাসা দিয়ে গাড়ি জীবন
প্রেমেই হোক মরণ।

 

মোঃ আতিকুর রহমান  – কবি

আরও পড়ুন