Ads

বন্ধু

 

চল্ বন্ধু হারিয়ে যাই
শৈশবের সেই দিনে
এক টাকাতে দুটো লজেন্স
খেতাম আমরা কিনে।

তোর বিপদে আমি সদাই
যেতাম কাছে ছুটে
একই প্লেটে খানা খেতাম
তোর ঘরে যা জোটে।

রাত্রি বেলা একলা আমার
ঘুম যদি না আসে
ডাকলে কেহ নাইবা আসুক
তোকে পেতাম পাশে।

কাগজের নাও ভাসিয়ে দিতাম
দিঘির অল্প জলে
ঢেউ দিয়ে ভাসিয়ে দিতাম
নাও চলত ছলছলিয়ে।

পুতুল খেলতাম তোরই সাথে
নিত্য বিকেল বেলা
সকাল হলেই শিউলি ফুলের
গাঁথিতাম কয়েক মালা।

বাড়ির পাশে কাঁঠাল গাছে
দোলনাতে তুই বসে
পিছন থেকে আমি এসেই
দোল দিতাম এক কষে।

ছিলাম আছি থাকব আমি
বন্ধু হয়েই পাশে।
তোর জীবনে সুখ অথবা
দুঃখ যদি আসে।

 

শাহানারা শারমিন- কবি  

আরও পড়ুন