Ads

বিজয় মানে

নিশাত জেসমিন

বিজয় মানে মুক্ত আকাশে হাওয়ার নির্ভরতা
বিজয় মানে নদীর সাথে মনের গোপন কথা
বিজয় মানে মাটির সাথে মায়ের সখ্যতা
বিজয় মানে সুখ-সমৃদ্ধি ও দুঃখের কথকতা।।
বিজয় মানে রক্তগাঁথা বিজয় হলো ভালোবাসা
বিজয় মানে মায়ের শ্বেতবাস বোনের সর্বনাশ
বিজয় মানে লক্ষ প্রাণের একটিমাত্র আশা
বিজয় মানে বাবার কাঁধে জোয়ান ছেলের লাশ।।
বিজয় মানে উদার হাওয়ায়  বিষাক্ত বাতাস
বিজয় মানে আসছি বলে ঘরে আর না ফেরা
বিজয় মানে ভাত দাও মা সাথে থাকে যেন মাছ
বিজয়  মানে লাঙ্গল ফেলে হাতে রাইফেল ধরা!
বিজয় মানে লাল ফিতে আর সবুজ রেশমী চুড়ি
বিজয় মানে সৌখিন ফিতে হলো যে গলার ফাঁস
বিজয় মানে একমুঠো ভাতের সাথে শুকনো মুড়ি
বিজয় মানে নয় মাস তো নয় যেন লক্ষ কোটি মাস।।
বিজয় মানে কালো নদীর জল রক্তে রক্তে টলটমল
বিজয় মানে ধানের  ক্ষেতে গলিত মৃতদেহের স্তুুপ
বিজয় মানে কাক-শকুন ও মাছের চোখে অশ্রুজল
বিজয় মানে হত্যাযজ্ঞ এ যে হলওয়ের অন্ধকূপ।।
বিজয় মানে সবুজের বুকে  ঐ টকটকে লাল সূর্য
বিজয় মানে  ঐ যে উড্ডিন পতাকা আমার  গর্ব
বিজয় মানে বুকের জায়নামাজে  বাজছে রণতূর্য
বিজয় মানে আমরা করেছি অত্যাচারীর অন্যায় খর্ব।।
বিজয় মানে পঞ্চান্ন হাজার বর্গমাইল আমার ঠিকানা
বিজয় মানে মানচিত্র আমার আস্থার আরেক নাম
বিজয় মানে আমরা ঐক্যবদ্ধ আমরা কখনো  একা না।

লেখকঃ কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন