মনি জামান
অন্তর চোখে সেদিন দেখেছিলাম সীমান্তের ওপরে ছিলে বিজয় তুমি,মহাকাল লিখল বাঙালির নতুন এক বিজয়ের কবিতা ইতিহাস কথা কয়।
ওরা এসেছিল মহাকাল পেরিয়ে,যুগ সন্ধিক্ষণের
মুক্তির মিছিল নিয়ে,
শহীদ মোহিত জাকির আজগর,ওরা ভিন্ন ভিন্ন গাঁয়ের,অপরিচিত সবাই কিন্তু একই মায়ের সন্তান।
কত আপন কত পরিচিত ওরা বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতার মন্ত্রে হাতে তুলে নিয়েছে অস্ত্র,
ঝড় বৃষ্টি ক্ষুধা তৃষ্ণা মৃত্যু ভয় ওদের অভিধান শূন্য।
কারো হাতে স্টেনগান,কারো হাতে কামরাঙ্গা সাদৃশ্য হ্যাণ্ডগ্রেনেড,কারো হাতে চাইনিজ রায়ফেল।
দেশের গানে বিপ্লবী সৈনিক ওরা দেশ প্রেমিক,”মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি”দেশপ্রেম মন্ত্রে উজ্জীবিত ওরা।
রক্তাক্ত প্রান্তর লাশের পর লাশ,ওরা স্বর্বহারা ওরা সূর্য সন্তান ওরা দুর্বার।
কারো নেই বাবা মা,কারো নেই প্রেয়সি প্রিয়তমা।
ওরা মুক্তির সৈনিক,ওরা অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা।
উনিশ শ একাত্তর তিরিশ লক্ষ প্রাণের বিনিময় ১৬ই ডিসেম্বর ওরা বিজয় ছিনিয়ে আনলো।
ওরা আসছে বিজয়ের পতাকা হাতে,আঠারো কোটি বাঙালির মুক্তির সনদ নিয়ে ১৬ই ডিসেম্বর।
মনি জামান – কবি।