Ads

বিদ্রোহী নারী সমাজ

-হোসনে আরা মেঘনা

জাগো হে বাঙালী নারী !
ঘুমিয়ে আর থেকোনা
নীরবে আর সহিওনা
মাথায় পরো বিদ্রোহের পাগড়ী

পূরুষ শাসিত সমাজে
তোমার নেই স্বাধীন স্বত্তা,
ওরা দেয়না তোমায় পাত্তা,
ওরা তোমার অধিকার করেছে হত্যা।

ওরা তোমার মতামতে করেনা তোয়াক্কা
ওদের মতে মত মিলিয়ে —-
তুমি সেজেছো মহীয়সী, গরীয়সী, ছাক্কা,
তোমার মতের তাই পেয়েছে অক্কা।

কহিওনা কথা শুধু চব্বিশ ঘন্টা
চেপে দাবিয়ে রাখো আপন মনটা,
হে বাঙালী নারী সমাজ !
কর্ম বিরতি রাখো শুধু এক দিন
বুঝিয়ে দাও তোমার কাছে
ওদের কত শত সহস্র ঋণ।

ফুঁসে ওঠো হে নারী !
যত অন্যায় অপশক্তির বিরুদ্ধে,
জ্বলে ওঠো অপশাসনের প্রতিবাদে,
গর্জ্জে ওঠো মানবাধিকার লঙ্ঘনের বিপরীতে,
দেখিয়ে দাও তোমরাও পারো গড়তে, লড়তে।

হে নারী সমাজ !
চিরদিনই কী রইবে অবোলা,নির্মলা ?
তোমার কী নেই শিক্ষা ?
তবে কেন পূরুষের কাছে
হাত পেতে নাও ভিক্ষা ?

পূরুষ বাইরে কাজ করে যেমন
তুমিও সংসারে কাজ করো তেমন,
ওরা পায় পারিশ্রমিক,
তুমি খাও ওদের ধমক।
কেন, তুমি কী পেতে পারোনা পারিশ্রমিক?

ওরা কাজ করে দিনে আট ঘন্টা
তুমি করো প্রায় আঠারো ঘন্টা,
ওদের পারিশ্রমিক থাকেনা বাঁকি
তবে তোমার বেলায় কেন ফাঁকি ?
সংসারে তুমি কেন এত অবহেলিত,
কেন লাঞ্চিত, বঞ্চিত,
কেন তোমার জীবনে এত ঝুঁকি ?
কারণ তুমি নিজের পাওনাটুকু
নিতে জানোনা।

আজি হতে হে বাঙালী নারী !
নিজের অধিকার আদায়ে সোচ্চার হও
ভীত নয়, সন্ত্রস্ত নয়, চির জাগ্রত রও।

হোসনে আরা মেঘনা কবি ও সহ-সম্পাদক, মহীয়সী।

আরও পড়ুন