-বিপাশা হাবিব আরজু
আমি বৃষ্টির জলে ভিজতে চাই না আর
তোমাতেই ভিজে আছি বলে।
পাহাড় দেখতে পাড়ি দেব না আর সহস্র পথ,
তোমার নির্লিপ্ততা আমাকে পাহাড় চিনিয়েছে।
শুধু সমুদ্রের কাছে যাবো,
সেইত কেবল বুঝবে আমায়!
আমি নিয়ম বেঁধে তোমাদের মনোরঞ্জনে
চলেছি অবিরত নিঃসৃত শব্দ
সাথে নিয়ে।
মাঝে মাঝেই জলোচ্ছ্বাসে ভাসিয়ে
তোমাদের নিঃস্ব করে দিই।
জানত, সে আমার একত্রিত বিমূর্ততার বিস্ফোরণ!
আমি অনুভূতিহীন নই।
আমি সমস্ত নদীর স্রোত ধারণ করে
নিজস্ব গতিতে ধাবমান হতে পারি,
তুমি মধ্যাকর্ষণ শক্তিতে আমাকে বেঁধে রেখেছ।
আমি নির্গত চলেছি অবিরত নিঃসৃত হতে হতে
চোখ রাখি তোমাতে, তোমার মায়ার জালে
এক আঁজলা জল হতে ইচ্ছে করে।
তাই অনুকম্পা চাই আকাশের কাছে
আকাশ আমাকে নীল চেনায়।
জীবনের বিলাপ দেখে যে সন্ধ্যা তারা
তার সাথে মিতালী আমার।
তার কাছেই আমার রোজনামচা জমা রাখা।
তার সাথেই আমার গল্প বলা।
বিপাশা হাবিব আরজু কবি ও সহ-সম্পাদক, মহীয়সী।