শাহানারা শারমিন
আজ ১৪ই ডিসেম্বর,
শ্রেষ্ঠ বাঙালি হারানোর দিন ;
১৯৭১ সালের এই দিনে….
দেশের হায়নাদের ধাবাই
বাংলার বীর সন্তানেরা হারিয়েছিল প্রান,
বাংলার মাটি হয়েছিল রক্তে রঙিন।
পাকিস্তানি দোসর রাজাকার, আলবদর, আলশামসদের ষড়যন্ত্রের শিকার হয়েছিল
এদেশের সূর্য সন্তানেরা।
শত শত মায়ের বুকফাটা হাহাকারে
কেঁপে উঠেছিল বাংলার আকাশ বাতাস,
দেশমাতৃকার বুকশুন্য হলে-
দেশের মাটিতে নেমে এসেছিল দুর্যোগের ঘনঘটা।
স্বাধীনতা বিরোধী চক্র পরিকল্পিত ভাবে
রাতের আঁধারে চোখ বেঁধে নিয়ে গিয়ে
তাদের উপর চালিয়েছিল নিষ্ঠুর হত্যাযজ্ঞ।
গুলি করে, ধাঁরালো চুরির আঘাতে-আঘাতে
মেরেছিল বুদ্ধিজীবীদের,
বধ্যভূমিতে পুতেছিল তাদের লাশ-
মেধাশুন্য করতে চেয়েছিল বাংলাদেশকে।
তবুও সফল হতে পারেনি তারা,
১৯৭১ সালের বিজয় সৌভাগ্য বয়ে
এনেছিল বাঙালিদের ললাটে…
ভেঙে ফেলেছিল পাকিস্তানিদের
ষড়যন্ত্রের লৌহ কপাট।
হে বীর সন্তানেরা,
যে দেশের স্বাধীনতার জন্য হারিয়েছিলে
তোমাদের জীবন,
আজ সেই দেশের স্বাধীন মাটিতে দাঁড়িয়ে
তোমাদের সালাম জানাই,
আর মন খুলে একটি গান গাই….
“আমরা তোমাদের ভুলব না”।
শাহানারা শারমিন – কবি, সাহিত্যিক ও সহ-সম্পাদক, মহীয়সী।