মেঘ মুখ ভার করেছে আজ
তাই দেখতে লাগে ভীষণ কালো।
তাদের দেহ ভেঙে বর্ষা নামবে কী!
হোক আঁধার
ঝমঝম শব্দে মেতে ওঠবে মনপুর।
চার দেওয়ালের মাঝে আর থাকা যায় কী!
চলো ভিজি
চলে এসো বৃষ্টি থামার আগেই।
এই বৃষ্টির প্রেয়সী, তোমার জন্যই তো মেঘ নিংড়েছি।
আজফার মোস্তাফিজ- কবি