#মধুর_বাক্য
একটা ছোটো বাক্য জীবন
বদলে দিতে পারে
সাদা কালো জীবন খাতা
রঙিন করে ছাড়ে।
কোন বাক্য ম্যাজিক জানে
রাতকে করে দিন
মধুর বাক্যে মন উতলা
নাচে তা ধিন ধিন।
প্রিয়জনের বাক্যে মনে
হাজারো ফুল ফুটে
দিনের বেলাও নীল আকাশে
চাঁদ তারারা উঠে।
তাইতো আমি মধুর বাক্যে
কথার মালা গাঁথি
ভালো কথার মানুষ পেলে
বানাই বন্ধু সাথী।