Ads

মরুচারী

বন্দী বেদুঈন

হয়নি জানা জীবনটাকে
মরুচারীর মতো,
হওয়া সওয়া অলস দেহে
সাইমুমেরই ক্ষত।

ঝরেনি ঘাম কভু আমার
তপ্ত রোদে পুড়ে,
হয়নি জানা জীবনটাকে
বেদুঈনের সুরে!

সকল নবীর পদধূলির
চিহ্ন যেথায় আঁকা;
মরুচারী স্বপ্নে বিভোর-
পাবো কি তার দেখা?

লেখকঃ কবি।

আরও পড়ুন