আমাদের সবচেয়ে বড় অভিশাপ
আমরা মানুষ হয়ে জন্মেছি সেতো নয়।
আমাদের অভিশাপ
আমাদের মনুষ্যত্বের অভাব
আমাদের আজন্ম পাপ
মনুষ্যত্ব বিলিয়ে দিয়েও আমাদের নেই অনুতাপ।
রক্তমাংসে গড়া মানুষ হয়েও
মস্তিষ্কে আমাদের বসবাস পশুত্ব
আমাদের চিন্তাধারা ধন-সম্পত্তি কিংবা অর্থ।
অর্থলালসা প্রতিদিন আমাদের গিলে খায়
কিংবা বিবেক করে দেয় অন্ধ
মানুষে মানুষে তৈরি করি দ্বন্দ্ব।
এতটুকু হৃদয় কাঁপে না
করতে কাউকে হত্যা
এটাই আজকাল আমাদের মানুষ্যত্ব।।
আরফিন সুপ্রভা- কবি