মুসলিহা তাফহীম
সৃষ্টিকুলের মাঝে সেরা
সম্মানিত অতি,
জ্ঞান গরিমায় নেই তুলনা
বুদ্ধি হলো জ্যোতি।
কষ্টে পড়ে ধৈর্য্য ধরে
জবান বড়ো মিষ্টি,
তার সেবাতেই নিয়োজিত
মাটি,বায়ু,বিষ্টি।
ন্যায়-সততা, ধার্মিকতা
জীবন গড়ার অস্ত্র,
নৈতিকতা হলো যে তার
চরিত্রেরই বস্ত্র।
কে জানো সে,কার কথা সব,
বিনয়ে কে সেরা?
মানুষ নামের একটি জাতি
এই পৃথিবী ডেরা।
গুণগুলো তার না রয় যদি
অধম অতি ওরে,
মানুষ বলে মানি না তো
যাক পৃথিবী ভরে।
মুসলিহা তাফহীম – কবি।