চোখে ভাসে–
ছবিরন খালার লেপ খুলে সব তুলো উড়ে গেছে
শরৎ আকাশে।
কাশবন দুলে যায়–
একঝাঁক বালিকা যেনো শুভ্র ওড়না পরে
গান গায় নেচে নেচে একই মুদ্রায়,
না হয়
আনন্দে মেতেছে রাজহংস- বলাকারা
শরতের ভোর শিউলির গন্ধে মাতোয়ারা।
সবুজ ধানের ক্ষেত ;
সবুজ মাঠের পরে ঐ যে কাজলবিল
ওখানে লাল-সাদা শাপলারা হাসে খিলখিল।
বিলের শেষধারে
একটি সাদা বক একপায়ে দাঁড়িয়ে কিসের লোভে
মিছেমিছি ধ্যান করে একাধারে।
এ হলো আমার দেশের স্নিগ্ধ শরৎকাল
কোন্ সে দেশে আছে এত মায়াজাল
ছয়টি ঋতুকে ঘিরে
মরণের পরে
যদি ফিরে আসি, শরতেই আসি যেনো ফিরে!
আবু সাইফা – কবিও এডমিন মহীয়সী।