Ads

মা

অন্ধকারের অতল তলে
হারিয়ে গেছে মা আমার,
ব্যাথায় ঘেরা এই ভুবনে
ডাকলে সারা দেয়না আর।

স্বপ্পেরই এই ব্রক্ষ্মান্ডে
নিভৃত ঘরের দ্বীপখানি
হারিয়ে গেল কখন কবে
আমার মায়ের সুর বানী ।

চন্দ্র শশীর মর্ত্যলোকে
দুঃখ ব্যাথার পাষান বুকে,
মা যে আমার হারিয়ে গেছে
সুপ্ত কায়ার মন হরিনী।

মায়ের কথা ভাবতে গেলে
চোখ ভিজে যায় জলে
হারিয়ে গেল মা যে আমার
ব্যাথার অন্তরালে ।

ভালোবেসে কাছে এসে
ডাকবে না কেউ আর
সাড়া জীবন বয়ে যাব
সেই সে ব্যাথার ভার ।।

 

আসফিয়া নিরু – কবি 

আরও পড়ুন