Ads

মৃত্যুঞ্জয়ী নজরুল

 ফারহানা শরমীন জেনী

তুমি হাসি মুখে গিয়েছ চলে
কিন্তু শেষ যাত্রায় ভূবণ কাঁদালে।

বৃটিশের মসনদ কেঁপেছিলো ত্রাসে
তোমার লিখনির ক্ষুরধার উল্লাসে।

ভেঙে ফেলে লৌহ কপাট
করেছ ইংরেজ শক্তি লোপাট।

সব্যসাচী লেখক ছিলে তুমি
মানবতায় উদার হৃদয় ভূমি।

তুমি মৃত্যুঞ্জয়ী তোমার সৃষ্টি মাঝে
সারাক্ষণ তোমার গান হৃদয়ে বাজে।

হৃদয়ে জাগরুক কবিতার বুলবুল
জানাই শ্রদ্ধা জাতীয় কবি নজরুল।

২৭/০৮/২০২০
রাজশাহী।

 ফারহানা শরমীন জেনী-কবি, সাহিত্যিক ও সহ-সম্পাদক, মহীয়সী।

আরও পড়ুন