Ads

মৌ

 

 

আমি যাকে বাসি ভালো
নামটি তার মৌ
হৃদয় জুড়ে আছে শুধু
প্রেমের উত্তাল ঢেউ।

আকাশের মতো বিশালতা ভরা
আছে তার একটি মন
সে মনেতে বসত করি
আমি সারাক্ষণ

দাঁতগুলো তার হীরার খনি
ডাকি তাকে সোনামণি
মিষ্টি তার মুখের হাসি
তাইতো তাকেই ভালোবাসি।

প্রেম কোন বয়স মানে না
মানেনা সময়-ক্ষন
তাকে আমি বাসি ভালো
উজাড় করে মন।

দুটি নদী চলছে ছুটে
একটি মাত্র কুল
একটি গাছে ফোটা মোরা
দুটি রঙিন ফুল।

সেদিন দুজনে গোধূলি বেলায়
ভালোবাসার শিহরণ জাগিয়ে বুকে
দুটি মুখ রেখেছিলাম মুখে
তৃপ্তির ঢেঁকুর তুলেছিলাম সুখে।

সত্যি কারের ভালোবাসা
যায় না কখনো ভোলা
সারাদিন আর সারারাত
হৃদয়ে দেয় দোলা।

 

আতিকুর রহমান- কবি 

আরও পড়ুন