Ads

যাইনি কেহ ভুলে

বাড়ছে পানি অথৈ নদী
ঢেউ খেলানো জল,
মাছ শিকারে ব্যস্ত সবাই
মাঝীমাল্লা’র দল।

ছোট ছোট নৌকা গুলো
ঢেউয়ের পরে ঢেউ,
আনন্দে সব ধরছে মাছ
বাদ যায় না কেউ।

নদীর বুকে খেলছে খেলা
নানা জাতের মাছ,
মাঝিরা সব ধরতে আছে
যায়না ছেড়ে পাছ।

নতুন পানির নতুন মাছ
মারছে দলে দলে
মাছে ভাতে বাঙালি ভাই
যাইনি কেহ ভুলে।

 

বেলাল বকুল- কবি

আরও পড়ুন