একসময় বলতে তুমি,
আমি তোমার স্বপ্নের প্রেয়সী।
তখন আমার দুচোখে ছিল হাজারো স্বপ্ন
এখন এসব আমার কাছে শুধুই দুঃস্বপ্ন।
ছিলে তুমি যৌতুকলোভী,
বুঝিনি সেটা আগে আমি।
একসময় আমিই ছিলাম তোমার জীবনে সব,
এখন দেখি যৌতুকটাই তোমার জীবনে সব।
বিবাহ করলে আমায় তুমি হাজারো স্বপ্ন দেখিয়ে,
এখন তবে স্বপ্নগুলো ভঙ্গ কর কেন যৌতুকের কারণে?
যে হাতে হাত রেখে করেছিলে অঙ্গিকার,
হাজার বছরের পথ চলার।
আজ তবে সে হাত ছেড়ে চললে কেন বহুদূরে?
শুধুমাত্র যৌতুকলোভী উপাধি নিয়ে।
ভালো থেকো জীবনসঙ্গী পৃথিবীর বুকে যৌতুকলোভী হয়ে,
আমিও আছি ভালো যৌতুকলোভীর সঙ্গ ছেড়ে।
তাজ রহমান- কবি