ফারহানা শরমীন জেনীঃ
এক চুমুক দুধের জন্য পৃথিবীর এক প্রান্ত হতে আরেক প্রান্তে ছুটছে ক্ষুধার্ত শিশুর রক্তাক্ত মা!শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত লেবানন ফিলিস্তিনের মাটিতে রেখে যেতে চায় একটা শেকড়!.
সিরিয়ার সমুদ্র প্রান্তরে মুখ থুবড়ে পড়ে থাকা আয়লানের প্রশান্ত হাসি অথবা একটুকরো রুটির জন্য হাহাকার করে সৃষ্টিকর্তার কাছে অভিযোগ করা শিশুটিও কিনতে পারেনি একটি শান্ত পৃথিবী!
আবারও বোমার বৃষ্টিতে ভাসছে বৈরুত,মেহেদী রাঙা নববধূর হাত আর গুলিবিদ্ধ হৃদয়ে রক্তের দাগ সব মিলিয়ে গণ কফিনে হয়েছে তার ফুলের বাসর!..
যা হয় হউক ধরনীর বুকে,আমিতো নেই কোন ত্রাসে, আমি সুখিজন শুনি বর্ষা সুখের গুঞ্জন, অকারণ সুখে ভিজি আমি শ্রাবণ ধারার মাঝে;আমি কিভাবে অনুভব করবো ফিলিস্তিনের ক্ষুধার্ত শিশুর রক্তাক্ত মায়ের আর্তনাদ!
০৭/০৮/২০২০
রাজশাহী
ফারহানা শরমীন জেনীঃ কবি, সাহিত্যিক ও সহ-সম্পাদক, মহীয়সী।