–নুরে আলম মুকতা
(আমরা তরুন কবি সৈয়দ মুনাব্বির তননের জন্য শোকাহত)
মহাকাশের নীল পারাবারের
আকুলতায় একটি
লাল-নীল খয়েরী ডানা পাখি,
চোখে বিস্ময় নিয়ে
আজব গান করে করে ঝিমিয়ে
যায়।
আল মাহমুদের রক্তাক্ত
পানকৌড়ি,
হরিণবেড়ের বাঁধের ধারে
ডানা ঝাপটিয়ে নিঃসাড় হলে
কি মায়ের নোলক আর পাওয়া
যাবে না?
দুরন্ত শব্দের তীব্র দহনে
ক্ষয়ে ক্ষয়ে যাবে সমস্ত
বর্নমালার গাঁথুনি!
ঝিল ভরা শালুক হাতে
ত্রস্ত পায়ে যে প্রেমিকা দাঁড়িয়ে হায় !
জীবনানন্দের হাত ধরে হেঁটে হেঁটে ,
সভ্যতার দুয়ারে আসে ওবায়দুল্লাহর শজনে ডাঁটা হাতে
হিরন্ময় মা,
শ্বাপদ তুই যা।
গোলাপের বিষাক্ত কাঁটা
আর সফেদ শিউলি হাতে
অজস্র শব্দ পাগল ,
ধুম জিকির তুলে দৌড়ায়
একটি কফিনের পানে ।
শামসুর রাহমানের কোল ঘেঁষে
বলছি , আমি এখনো
দাঁড়িয়ে আছি
এ আমার এক ধরনের অহংকার।
নুরে আলম মুকতা কবি, সাহিত্যিক, অনুবাদক ও সহ-সম্পাদক, মহীয়সী।