Ads

রোজনামচা

রাত যত হোক দীর্ঘ,আঁধার
নির্ঘুম চোখ সাঁতরে পাথার
কাটিয়ে সে রাত প্রভাত কালে
আলোর দেখা পায়,
ঘুম ঘুম চোখ,মাথায় ব্যথা
দুচোখ ভরা নীরব কথা
উদাস এ’মন ছাড়িয়ে সীমা
আকাশ পানে ধায়!!
একলা সকাল যায় গড়িয়ে
একলা দুপুর হাত বাড়িয়ে
একলা সাঁঝের বিষণ্ণতায়
জড়ায় আলিঙ্গনে,
নিজের সাথে নিজেই চলা,
নিজের সাথেই সকল বলা
জীবন বাটি নিজের সাথে
নিজেরই অঙ্গনে…!!!

লেখকঃ সৈয়দা সুরভি রহমান,কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন