—হোসনে আরা মেঘনা
মামুন মিঞা হাটে গেল
গিন্নীর চিরকুট হাতে
বাজার -সওদা এলেই তবে
রান্না হবে রাতে।
সব সব্জির দাম যে চড়া
বেগুনেতে আগুন
লঙ্কার দামে লঙ্কাকাণ্ড
বেড়েছে ঢের গুণ।
আশরাফুলের চায়ের স্টলে
পিয়াজী তৈরীর ঘটে
এত্ত এত্ত কাটা লঙ্কা
ছবি নিল ফোন-পটে।
বাড়ি গিয়া এই ছবিখান
গিন্নীরে দেখিয়ে কয়–
“ছবি দেইখা পরান জুড়াও
কিনার কথা থও”।
গিন্নী রেগে হলো আগুন
বাধালো লঙ্কাকাণ্ড
” লঙ্কা ছাড়া করবো রান্না
বুঝে নিও মাথামুন্ড।
হোসনে আরা মেঘনা – কবি ও সহ-সম্পাদক, মহীয়সী।