মোঃ রুহুল আমিন
পচন ধরেছে মা তোর কলিজাতে
ছেলেরা তোর ধর্ষক মেয়ে তোর ধর্ষিতা
মুখেমুখে দেশপ্রেমের ফুলঝুরি
আড়ালে হয় আরো কতো কি?
ক্যান্টনর্মেন্ট থেকে শিক্ষাঙ্গন
ধর্ষিত আজ বাংলাদেশ!
সুশাসন আর দূর্নীতি
ধর্ষণের জানা অজানা সংখ্যায়
কিছু আসে যায় কি?
পচন ধরেছে সেই কবে,
পরপারে হতে তনু আজও চিৎকার করে
ধর্ষকেরা আজও রাজপথে বড়াই করে!
পচন ধরেছে মা তোর রন্ধ্রে রন্ধ্রে
ছড়িয়ে গেছে ক্যান্সারের জীবাণু
রক্ত কণিকার প্রবাহ জুড়ে।
কি হয়নি তোর বুকে?
বল না মা তুই বল না
একটার পর একটা ঘটনা আসে খবরের কাগজে
টেলিভিশনের শীর্ষ শিরোনাম হয়ে
কিছুদিন ঘুরে ফেইসবুকের টাইম লাইনে,
তারপর নতুন কিছুর আয়োজন
প্রতিনিয়ত হচ্ছে সঞ্চালন
একটার পর একটা অপকর্মের
নিউজ পেপারের স্তুপ জমেছে
অপরাধীরা শার্টের বোতাম খুলে
শীতল হাওয়ায় গা ভাসিয়ে মাস্তি করছে!
মা আজ তোর রক্ত সঞ্চালন পথে
দূষিতরাই ত্রাসের রাজত্ব করছে,
সততা আজ যাদুঘরে, সুবিচার নীরবে কাঁদে।
কি হয়নি বল মা তোর বুকে লাথি মেরে
কুলাঙ্গারের দল উল্লাসে ভাসছে,
কি আর হবে বল মা?
আগের মতো কিছুদিন সুর গোল হবে
নতুন কিছুর আগমনে সবাই ভুলে যাবে!
ভুলে যাওয়াই আজ মা তোর সন্তানের রুটিন কাজ
জানি না মা,কবে নিজেকেই ভুলে যায়!
ধর্ষিত আজ তোর মেয়ে মা
তোর কুলাঙ্গার সন্তানের কালো থাবায়
দূষিত রক্তে লজ্জিত বাংলাদেশ
লজ্জিত বাংলাদেশ।
মোঃ রুহুল আমিন – কবি।