Ads

লাইলাতুল কদর

ফারহানা শরমীন জেনীঃ

আমি বহুকাল ধরে একটা স্নীগ্ধ রজনীর সন্ধানে
ইবাদতের ফল্গুধারায় মশগুল
হতে চাই সমস্ত পঙ্কিলতা দূরে
ঠেলে দিয়ে।

যে রজনীতে আসমানের সকল রহমত ঝড়বে ঝুম বৃষ্টির ধারায়,  ফেরেশতাগনের
ডানা বিস্তৃত থাকবে
শান্তি বিলানোর প্রত্যাশায়,
সেই গভীর রাত থেকে দীবাকরের আলোফোঁটা পর্যন্ত।

আমি প্রত্যেকটি বেজোড় রাতে উন্মুখ হয়ে থাকি শুভ্র আকাশ দেখার প্রত্যাশায়,নাতিশীতোষ্ণতার প্রত্যাশায়,গাছেদের সিজদায়
অবনত হওয়ার অপেক্ষায়,
শুধু তোমার একটু সান্নিধ্যের আকাঙ্খায় যেন পাপরাশী ধুয়ে মুছে পরিশুদ্ধ এক মানবিকতার আশায়।

প্রত্যেক বছর তৃষিতের মতো আল্লাহুমা ইন্নাকা  আফুউয়্যুন তুহিব্বুল আফওয়া ফা ফু আন্নি জিকিরে মশগুল হতে চাই, শুধু আকাঙ্খা  একটা লাইলাতুল কদরকে পাবো বলে।

২৮/০৫/১৯
বিনোদপুর, রাজশাহী।

লেখকঃ কবি, সাহিত্যিক ও সহ-সম্পাদক, মহীয়সী।

আরও পড়ুন