মুজতাহিদ ফারুকী
আজ লাল-সবুজের দিন। রক্তভেজা। আনন্দ রঙিন।
একগুচ্ছ গোলাপ পাঠিয়েছি, শুভেচ্ছা।
ঘুম ভেঙে উঠবে যখন, তোমাকে জানাবে সুপ্রভাত।
গোলাপের গায়ে দেখো, কী সুন্দর শিশিরের বিন্দু লেগে আছে
সে বুকের রক্তকণা, ভালোবাসা। কুয়াশা-বিষাদ ছুঁয়ে
রঙ হারিয়েছে।
এই বুনো পৌষের রাতে ঘনঘোর কুয়াশা ঝরেছে।
কী যেন কি বিষন্ন ইঙ্গিতে!
জানো না তো, যে গাছের নাম ‘লাইলী-মজনু’
সে আমার জাতীয় পতাকা, কিন্তু তার কষ
চোখে গেলে অন্ধ হতে পারো!
দূর থেকে শুধু তার শোভাটুকু নিও।
কিছু মনে কোরো না হাসিন, বর্ণহীন আমার এ প্রেম
যদি কাউকে দেখাতে না চাও, আঁচলে লুকিও।
১৮.১২.২০২০ শুক্রবার।
*(দ্রষ্টব্য: লাইলী-মজনু গাছের পাতার একপিঠ সবুজ, একপিঠ লাল)
কবিঃ কবি, সাহিত্যিক ও সম্পাদক, অন্য এক দিগন্ত, নয়া দিগন্তের মাসিক ম্যাগাজিন