Ads

লোডশেডিং চলছেই

।। মোস্তফা মাসুম তৌফিক ।।
দিন-রাত বাকি নেই, লোডশেডিং চলছেই
চারদিক হাহাকার, প্রতিদিন বাড়ছেই
বিদ্যুৎ আসে যায়, থাকতে তো চায় না
নিদাঘ গ্রীষ্মকাল – ঠিক থাকা যায় না!
ডলারের ক্রাইসিস জ্বালানির ঘাটতি
গ্যাসের প্রেশার কম, কয়লাতেও কমতি
শেষমেশ লোডশেডিং প্রান্তিক অঞ্চলে
কষ্টে জ্বালায় ক্লেশ – গরিব সকলে।
জেনারেটর নাই – নেই তো আইপিএস
মোমবাতি পাখা – তাই কিনে সব শেষ
খরচটা বাড়লেও সার্ভিস বাড়েনি
বাড়ছে হয়রানি কষ্টও কমেনি।
অভিজাত পশ – ভিআইপি আমলা
কোন কোন অঞ্চলে, সেইগুলো সামলা
তারপর যদি রয় – সামান্য বিদ্যুৎ
ক্ষতি নেই সবাই মরেও বা হয় ভুত।
ভিআইপি বাঁচলে সারাদেশ বাঁচবে
তাদের খুশিতেই দেশবাসী নাচবে
শতভাগ বিদ্যুৎ তত্ত্বেই বেঁচে থাক
রেকর্ড উৎপাদন! গরিব চুলোয় যাক।
বাড়ছে তেলের দাম গ্যাস কি বা কয়লার
দাম বেড়ে বিদ্যুৎ – দেখা পাওয়াই ভার
দেশের সবখানে উৎপাদন হয় কম
ব্যাবসায় শুধু লস – আর্তনাদ চরম।

 

লেখকঃ কবি ও সাহিত্যিক

কবির আরও কবিতা পড়ুন- হারিয়ে যাবার ঠিকানা

আরও পড়ুন- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার

আরও পড়ুন