ফারহানা শরমীন জেনী
মেঘের পরে মেঘ সাজিয়ে
গড়ছে মেঘের ভেলা
সেই ভেলাতে পাল তুলে যে
মনের ঘরেই খেলা।
কাশের বনে হিয়ার কোনে
সুখের মাতম ওঠে
প্রকৃতি আজ সুর সেধেছে
খুশির হাসি ঠোটে।
শিউলি ফুলের সুবাস সে যে
মাটির বুকে মিশে
সাদা ফুলের কমলা বোটায়
স্নিগ্ধ কাঁপন হাসে।
শরত রাণীর রুপের ছটায়
প্রাণে আবেগ জাগে
তাইত আমি খুঁজে বেড়ায়
স্রষ্টাকে সব আগে।
প্রকৃতিকে সাজান তিনি
খেলেন হরেক খেলা
তাইতো আমি মুগ্ধ হয়ে
সাজাই সুখের মেলা।
ফারহানা শরমীন জেনী কবি, সাহিত্যিক ও সহ-সম্পাদক, মহীয়সী।