Ads

শুকনো আষাঢ়

 

কড়কড়ে রোদে ঝলসানো শুকনো আষাঢ় দিবস,
আর্দ্রতা সাথে মিলে দমবন্ধ করা গুমোট হাসফাস; আকাশে কালো মেঘ ঘুরছে ইতস্তত বিক্ষিপ্ত ম্লান,
উচ্ছ্বসিত বৃক্ষরাজি, ঝলমলে সবুজে আলোড়ন।
দোয়েল শালিক ময়না চড়ুই কবুতর কিংবা কাক,
বৃষ্টির জন্য অধীর উন্মুখ; যেমনটি তৃষ্ণার্ত চাতক।
বৃষ্টির শিহরণে, মায়াবী অনুভূতি খুঁজে সচেতনে
ব্যাঙের ডাকের একঘেয়ে ঘ্যানঘ্যান অবচেতনে।

বৃষ্টি পড়ার আগের অস্বস্তিকর ছটফটে অনুভূতি
ওজোন স্তর স্তব্ধ; জ্বালা বাড়ায় বেগুনি রশ্মি অতি
অস্ফুট আর্তনাদ; বুকের গভীরটা শুকিয়ে চৌচির,
চোখদুটো শোকতপ্ত; টকটকে রক্তলাল ব্যাথাতুর।
বৃষ্টির কান্না শুনতে ব্যাকুল পাখপাখালি গাছপালা
উদভ্রান্ত কান্নায় ভিজাতে, ভেতরের যন্ত্রণা জ্বালা।

 

মোস্তফা মাসুম তৌফিক- কবি  

আরও পড়ুন