Ads

সঞ্জীবনীসুধা

 

যে ঊষর হৃদয়খানি বিরানভূমি হয়ে গেছে আজ
তাকে উর্বরা করে তোলো ভালোবাসার সিঞ্চনে
মরানদীর অস্থিপঞ্জরে জোয়ার আনো কানায় কানায়
শুক্লা দ্বাদশী
তুমি সঞ্জীবনীসুধা হয়ে আসো
একটু বাঁচার আশা এখনো রেখেছি বাকি।

তুমি অর্ফিয়ুসের মোহনীয় সুর তোলো বাঁশিতে তোমার
আমি মৃত্যুযবনিকার ওপার থেকে ফিরে আসি
আরোও একটু বাঁচার আশায়।

তোমার পেয়ালা ভরে মৃত্যুকে এগিয়ে ধরো যদি
সাগ্রহে মৃত্যুকে ছুঁই
সঞ্জীবনীসুধা অনুভবে।

 

আবু সাইফা – কবি,সাহিত্যিকও এডমিন মহীয়সী ।  

আরও পড়ুন