Ads

সময়ের আবেদন

ইসরাত জেরিন শান্তাঃ

যদি হঠাত করেই ভালবাসারা থমকে দাঁড়ায় গুমোট মুখে,
যদি তোমার চেনা প্রেমী চোখের আবেদন হারায় তার দাপট,
যদি তোমার বলা কথাগুলো নিজেই ভুলে যাও নির্দিধায়,
আমি তোমার কে ছিলাম বা কি আছি যদি সেখানেও আসে কিছুটা পরিবর্তন!!!
অবাক সত্যিই হব না প্রিয়।
যদিই বা প্রিয় মুখখানি দেখেও ফিরিয়ে নেয় দৃষ্টি,
বুকের ভেতর হুহু করা যাতনা তখনো রবে একই,
যাকে না পেয়েও পাওয়া হয় অনেকখানি,
আবার পেয়েও মনে হয় কিছুই পেলাম না তার,
এমন অনুভূতিতেও যদি আসে বিভেদ,
অন্য কারো পাশে দেখে শরীর মনে জালা ধরার কাহিনীতেও ধর আসলো আমূল পরিবর্তন,
তাতেও সত্যিই অবাক হব না প্রিয়।
সময়ের পরিবর্তনশীলতা, সময়ের প্রয়োজন বা দাবী— কোনটাকেই অগ্রাহ্য করতে না পারা আমরা
প্রতিনিয়ত পাল্টাতে থাকি পছন্দগুলো,
পছন্দের কারণগুলো,
কখনো কখনো পছন্দের মানুষগুলোকেও।

ইসরাত জেরিন শান্তা – কবি।

আরও পড়ুন