সময় তোমার নির্ধারিত
করছো কি কাজ সময়মতো
বাধা-বিঘ্ন থাকুক যত
চলছে সময় অবিরত।
সময় নিয়ে করছো হেলা
ভাসিয়ে বেড়াও রঙিন ভেলা
ফুর্তিতে মেতে করছো খেলা
হুশ হবে শেষে যাওয়ার বেলা।
কালের কঠিন আবর্তনে
চলছে সময় নিয়ম মেনে
ভেবেছো কি কখনো নিজের মনে
কি নিয়ে যাবে তোমার সনে।
সময় সে তো স্রোতস্বিনী নদী
চলছে বয়ে নিরবধি
কাজগুলো করো সময়ের সাথে
সফলতা তোমার নিজের হাতে।
অহমিকা,ঘৃণা আর হিংসা-বিদ্বেষ
সময় থাকতেই করে দাও শেষ
খুঁজে পাবে হৃদয়ে আশার আলো
সুখে শান্তিতে থাকবে ভালো।
সময় থাকতেই ভাবো এখন
কি করেছো সারাটি জীবন
সময় একদিন ফুরিয়ে যাবে
যেতে হবে রেখে সবই ভবে