Ads

সেই ছোট্ট নয়নতারা

ড. নাসিমা জোয়ার্দ্দার

তুমি এখন উচ্ছল যৌবনা
তুমি রূপে রূপবতী
সুন্দর তুমি ভোরের আলোতে,
ঝকঝকে রোদে,
ঝিরিঝিরি বাতাসে,
মোহিত আমি
তোমার গাঢ গোলাপি রঙে।
মুগ্ধ তোমার রূপে,
বর্ষার বৃষ্টিতে —–
বৃষ্টিস্নাত দেহে তুমি অপরূপা।
ক্লান্ত মন আমার প্রশান্তিতে ভরে ওঠে
তোমার পাশে বসে।
আমরা এখন গৃহবন্দী,
করোনায় হয়েছি বোবা
আমরা ভীত – সন্ত্রস্ত,
হাসি না ——
হাসি তো আসে না,
ভূলে গেছি অট্টহাসি,
হাসতাম কবে মনেও পড়ে না।

আমরা এখন স্তব্ধ করোনার থাবায়,
ব্যস্ত আমরা হাত ধোঁয়া, মাস্ক পরা নিয়ে।
তাকায় আড় চোখে অনেকে
সামাজিক দূরত্ব বজায় রাখতে।

ছিলাম ভালোই,
সনাক্ত যখন পাঁচ এর কাছাকাছি,
ভাবছিলাম —-
আবার ফিরে এল আনন্দের দিন,
আবার ঘোরাঘুরি,
খাওয়া দাওয়া এ বাড়ী সে বাড়ী।
এমন সময় কোথা থেকে এল
ডেলটা ভ্যারিয়েন্ট—-
সব তসনস হয়ে গেল।
চলছে মৃত্যুর মিছিল
হাসপাতাল, বাড়ীতে, বাড়ীতে।

আবার বন্দী হলাম ঘরে,
আমার সুন্দরী উচ্ছল যৌবনা
নয়নতারাকে সঙ্গী করে।

কবিঃ অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় 

আরও পড়ুন