আজিজা সুলতানা রোজী
যখন আমি ছোট ছিলাম
সখটি ছিল সাজার,
চুড়ি,মালা, দুল না দিলে
মুখটি হতো বেজার।
ইচ্ছে হতো সবখানেতে ঘুরি।
“নিষেধ” ছিল আমার পায়ের দড়ি।
রিমোর্ট যদি নিজের হাতে পেতাম,
জানি নাতো কোন চ্যানেলে যেতাম।
পেতাম যদি নিজের একটা ঘর,
মনের মতো সাজিয়ে নিতাম পুড়িয়ে কাঠ-খড়।
মোবাইলে থাকতো যদি সারাদিনই জিবি,
আমি বোধহয় ডুবেই যেতাম “কেউ না খুঁজে পাবি”।
সব হয়েছে, ঘর হয়েছে
ঘর হয়েছে পর,
ফোন আর রিমোর্ট পড়েই থাকেমনের ভিতর ঝড়।
হারিয়ে গেছে ছোট্টবেলার
স্বপ্ন দেখার মন,
কত কিছু চাইতো যে সে
মনটা সারাক্ষণ।
মুক্ত এখন, তবু বাধা
ইচ্ছে গেছে মরে,
চারিপাশের অনুভবে
মনটা ভীষণ পুড়ে।
ছোট্ট হতে ইচ্ছে জাগে
মায়ের কাছে থাকি,
সবাইমিলে মিলেমিশে
খুশির ভুবন আকি।