একদল স্বপ্ন ক্ষুধার্ত পেটে পড়ে থাকে ফুটপাতে, ট্রেন স্টেশনে, লঞ্চঘাটে থালা হাতে ;
একদল স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে স্কুলে যায় গাড়ি করে, আর নাস্তা সারে রাস্তাতে।
নেতা দেশ গড়ার পরিকল্পনায় উন্নয়নের স্বপ্ন দেখে, মানচিত্র হাতে।
একদল স্বপ্ন যায় না স্কুলে, বোঝা বয় মার্কেটে, বই ফেলে!
একদল স্বপ্ন স্কুলে যায় ক্লাসপার্টিতে ম্যামের সাথে ওড়ে ডানা মেলে।
নেতা দেশ গড়ার পরিকল্পনায় উন্নয়নের স্বপ্ন দেখে, মানচিত্র মেলে।
একদল স্বপ্ন টিউশনি করে, হলের ডালের পানিতে স্বপ্নের মাছ ধরে।
একদল স্বপ্ন ঘামে ভিজে একাকার কিম্ভূতকিমাকার; বাসের হেল্পার স্টিয়ারিং ধরার ধান্দা করে।
একদল স্বপ্ন শিস বাজায় লেজ নাড়ে টিএসসিতে, লেজুড়বৃত্তির সু্যোগ পকেটে করে;
নেতা দেশ গড়ার পরিকল্পনায় উন্নয়নের স্বপ্ন দেখে, মানচিত্র মেলে চোখের পড়ে।
একদল স্বপ্নের জুতাক্ষয় দ্বারে দ্বারে কাজের আশায়। স্বপ্নগুলো আকাশে রয় ধরাছোঁয়ার নেই উপায়।
একদল স্বপ্ন কাজকর্মহীন টাকা গোণে নেতার ছায়ায়।
নেতা দেশ গড়ার পরিকল্পনায় উন্নয়নের স্বপ্ন দেখে, মানচিত্র মেলে চোখের পাতায়।
একদল স্বপ্ন কেবল জাল টেনেই যায়, রক্ষক চিল এসে মাছ নিয়ে যায়।
একদল স্বপ্ন রূপালী ইলিশ সাজায় রূপার থালায়।
নেতা দেশ গড়ার পরিকল্পনায় উন্নয়নের স্বপ্ন দেখে, মানচিত্র মেলে চোখের পাতায়।
একদল স্বপ্ন দুঃস্বপ্নের ব্যাগ টানে সস্তা নেশায়, বাঁধা পড়ে জীবনের সতরঞ্জ খেলায়।
একদল স্বপ্ন সতরঞ্জ খেলে অলস সময় কাঁটায় ; স্বপ্ন এসে তারে পছন্দ জানতে কয়।
নেতা দেশ গড়ার পরিকল্পনায় উন্নয়নের স্বপ্ন দেখে, মানচিত্র মেলে চোখের পাতায়।
একদল স্বপ্ন বেশ ক্ষমতাধর রয় না অপূরনীয়।
একদল স্বপ্ন নিঃস্ব অক্ষম সদা অপূরনীয়।
নেতা দেশ গড়ার পরিকল্পনায় উন্নয়নের স্বপ্ন দেখে, মানচিত্র মেলে চোখের পাতায় অভাবনীয়।
এমদাদুল হক হীমু- কবিও সাহিত্যিক।