Ads

হাজার তারার মাঝে

 

খোকন সোনা গল্প শোনে
শুয়ে দাদুর কোলে,
আনন্দ তার ফুটে ওঠে
কচি মুখের বোলে।
এটা-সেটা প্রশ্ন করে
জানার তো নেই শেষ,
দাদুও যেন খুশি মনে
ভাবেন, আহা বেশ!

হঠাৎ করেই বলল খোকন
দাদু তুমি জানো?
মা যে আমার কোথায় গেছে
আর আসেনা কেন!
রাতের বেলায় ঘুমের ঘোরে
পাইনা খুঁজে মাকে,
পাঠশালাতেও যাবার পথে
আর দেখিনা তাকে!

নিরব থেকে আকাশ পানে
তাকিয়ে বলেন দাদু,
ওই যে দূরে তারার মেলা
ঐখানেতে জাদু!
দাদুর কথা শোনার পরে
মন বসে না কাজে,
তাইতো খোকন মাকে খোঁজে
হাজার তারার মাঝে।

 

মেহেনাজ তাবাসসুম- কবি ও সাহিত্যিক

আরও পড়ুন