Ads

আর কবে??

আবুহোরায়রা

বয়স তো তোর অনেক হলো,
বড় হবি, আর কবে?
যেতে যেতে দিন ফুরালো
করবি কিছু, আর কবে?

ভাতের থালায় ভাত সাজিয়ে
নিউজ ফিডে মুখ লুকিয়ে,
সমালোচনার আগুন জ্বেলে
করবি কিছু, আর কবে?

গরীবরা সব ক্ষুধার জ্বালায়
হাত বাড়িয়ে সামনে দাঁড়ায় ,
তুই তো আছিস জ্ঞানীর ভাবে
উপদেশের বলে,
আসল কাজটি করছে যারা
কেউতো রাজা নয়তো তারা,
তুইতো আছিস প্লানে আর
গ্যাড়ার বড্ড কলে।।

তোকে দেখে হাসবে মানুষ
এমন হবি, আর কবে?
দেশের জন্যে করবি কিছু –
আর কতদিন, আর কবে?

ঘুষে সুদে সমাজ কালি
বলবি কথা, আর কবে?

মিথ্যা মিথ্যা মিথ্যা ছাড়া
নেই কথা নেই এই দেশে
শুনে শুনে কান পঁচে যাবে
মরেই যাবি সব শেষে

সত্যি বলবি, আর কবে??

চাপার জোরে চেপে থাকা
জোঁকের মত কীটগুলো
মাকড়সারই জাল বানিয়ে
বসে আছে এই দেশে,

তোর মন তো প্রতিবাদী
বলবি কিছু, আর কবে?

তুইতো শালা বুড়ো খাটাশ
ফেব্রুয়ারির তারিখ আটাশ
চার বছরে মুখ থেকে তোর
এক লাইনের ঝড়,
সবকিছু তোর হারিয়ে যাবে
হবেরে গড়বড়।

বাঁচার মত বাঁচতে হলে
বলবি কথা জবান খুলে,
লাশ হয়ে তুই থাকবি বেঁচে
এটা জীবন নয়।।
সবার পাশে দাঁড়িয়ে রে তুই
করবি জীবনক্ষয় ।

নাহলে তুই মানুষই নস্
মানুষ হবি, আর কবে???

কবিঃ কবি এবং বাংলা শিক্ষক, ওরাকল বিসিএস কোচিং

 

আরও পড়ুন