Ads

আলোকোজ্জ্বল মুখ

(আমার আব্বা শাহ্ আজিজ স্যারের স্মরণে)

এস এম মুকুল

কালের গর্ভে সৌরভিত আপনার আলোকোজ্জ্বল মুখ

চেনা হাসি; পরম ভালবাসায় কাছে টানার যাদু

আর সদাহাস্য রসালাপ- মন্ত্রের মতো আজো কাছে টানে।

কোথায় হারালেন- কোনখানে! চেতনার মাঝে, বোধের ব্যাপ্তিতে

নাকি স্বপ্ন ধোঁয়া ধোঁয়া অনন্ত জ্ঞানতৃষ্ণার অমৃত সাগরে!

 

কোথায় আপনি? প্রিয় শাহ্ আজিজ স্যার, আজো সেই কন্ঠ আমাদের

টেনে নিয়ে যায় মোহনগঞ্জ পাইলট স্কুলের প্রিয় প্রাঙ্গনে।

এসএমব্লির ক্লাশে- ‘দল জাতীয় পতাকাকে সন্মান জানাবে

সন্মান জানাও’, শিঁড় দাঁড়া দড়াজ কন্ঠে এমন আহ্বান

এখনো আমাদের বোধে টোকা দেয়!

 

কেমন আছেন আপনি? কোনখানে?

খাকি প্যান্ট সাদা শার্ট পরা আমাদের সেইসব দুরন্ত সময়ে

আপনিই তো পথ দেখাতেন- আলোকিত ভবিষ্যতের। সময়কে মাতিয়ে রাখা

আপনার জাদুর পরশকাঠির ছোঁয়া পেতে ইচ্ছে করে।

 

খেলার মাঠে, স্কাউট জাম্বুরিতে কিংবা আমাদের সাংস্কৃতিক চেতনার উদ্ভাসে

যে পথ ধরে আজ আমরা চলছি

চেতনার আলো জ্বেলে- আপনিই তো সেই প্রেরণার বাতিঘর।

আপনিই আমাদের মনুষ্যবোধ আর জাগরণের মহান কান্ডারি।

 

কোথায় আপনি? দেখুন, স্বমহিমায় কত প্রিয় সন্তান

এ সমাজে আলো জ্বেলে যায়; আধাঁর কাটায়।

যে পথের দিশা দেখিয়েছেন- সেই পথেই আছি আমরা

আলোকিত জীবনের মিছিলে।

 

আর সেই জারিগান- জন্ম নিলাম সোনার বাংলা দেশে রে,

এমন সুন্দর দেশ আর কোথাও নাই ও রে’,

এখনো আমাদের চেতনায় বাতিঘর হয়ে আছে।

আমরা আছি- সেই পথেই হাঁটছি, জাগবো-জাগাবো হৃদয়

মহিমান্বিত আলোকধারায়!!!

কবিঃ সাহিত্যিক, কলামিস্ট ও গবেষক

আরও পড়ুন