Ads

আল মাহমুদ

উম্মে আম্মারঃ

পাখির কবি ফুলের কবি
আল মাহমুদ নাম
ব্রাহ্মনবাড়িয়া জেলা তাঁর
মৌড়াইল গ্রাম।

তিতাস নদীর পাশেই ছিল
ছোট্ট তাঁর ঘর
কবির কাছে সবাই আপন
কেউ ছিল না পর।

সোনালি কাবিন, কালের কলস
নাম করা তাঁর লেখা
তাঁর লেখা সব পড়ি যদি
যায় যে অনেক শেখা।

সহজসরল মানুষ ছিলেন
লেখাই যে তাঁর স্বপন
সত্যি কবি ছিলেন মোদের
অমূল্য এক রতন।

লেখকঃ কবি ও সহ-সম্পাদক, মহীয়সী।

আরও পড়ুন