Ads

আয় হেমন্ত আয়

আসাদ বিন হাফিজ

আয় হেমন্ত আয়।
আবিরমাখা সন্ধ্যা এসে
প্রাণটা ছুঁয়ে যায়।
নতুন ধানের গন্ধ এসে
গুন গুন কি গায়?
আয় হেমন্ত আয়।

তুই এলে যে আশা এসে
বাসা বাঁধে মনে
তুই এলে যে খুশীর দোলা
লাগে হৃদয় বনে।
দুখের ঘরে সুখ আসে
বেড়ার ফাঁকে মুখ হাসে
নতুন আশার স্বপ্ন বোনে
আঁধার রাতে কনে।
সামনের শীতে দেখা হবে
নতুন পাখির সনে।

আয় হেমন্ত আয়।
ফসল কাটার ধুম লেগেছে
আমার গ্রামবাংলায়।
নীল আকাশে তারার মেলা
মনের ভেতর খুশির ভেলা
জোসনা রাতে লুকোচুরি
খেলবি কে কে আয়।
এই হেমন্তে আমার এ দেশ
সুখের নাগাল পায়।
৫/৯/২০। ১০ঃ০০ টা।

আসাদ বিন হাফিজ – কবি, সাহিত্যিক ও গীতিকার। 

আরও পড়ুন