Ads

একই ছন্দে দুঃখ ও জীবন

-হাসান ওয়াহিদ

উত্তাপ ছড়িয়ে পড়ছে বেশ কিছুদিন উপনিবেশের মতো
গৃহস্তরা দম চেপে কখনো ঘরের ভিতরে
কখনো সন্ধের উঠোনে বসে
গ্রীষ্মের সজোর থাপ্পড় খায় —
যুদ্ধের মতো দুঃখ     তাদের তীব্র অহমিকা
প্রতি পদক্ষেপে কেমন জীবন্ত প্রতিদ্বন্দ্বিতা।

চোখে লাগে প্রবল বাসনা প্রকাশ
এই তীব্র গ্রীষ্মে গৃহস্তের ধার করা স্মৃতি থেকে
খসে পড়ে সুপ্রচুর স্বপ্নফসল
কিন্তু সব ঘটনারই মলাট ছেঁড়া
সবকিছুতেই লড়াইয়ের ছড়াছড়ি।

সবার চোখে সহস্রাব্দের প্রেক্ষাপট
জীবনে ধরা দেয় না অন্ধকার সময়
তবু কেউ না, কেউ চায় না
মৃত্যু কুহকে অকারণে পালক খসুক।

লেখকঃ কবি।

আরও পড়ুন