Ads

কবর

কবরের পাশ দিয়ে হেটে যদি যাও
অনুরোধ করি ভাই একটু দাড়াঁও।
নয়নের পানি ফেলে তুলে দুটো হাত
মৃতদের কল্যানে করো মোনাজাত।

থাকবেনা যেইদিন দুনিয়ার পরে
এ মাটিতে মিশে যাবে তুমি চিরতরে।
সেইদিন তোমাকেও দোয়া দিবে তারা
কবরের পাশ দিয়ে হেঁটে যাবে যারা।

যত পারো দুনিয়াতে করো ইবাদাত
সাদকায়ে জারিয়ায় খোশ কিসমত।
খালি হাতে যেতে হবে কবরের মাঝে
নেক ছাড়া কোনকিছু লাগবেনা কাজে।

বে-মালুম ঘুরছি ভবেরো উপর
ভাবছিনা একটুও ডাকছে কবর।
জাওয়াব দিতে হবে তিন প্রশ্নের
সাবধানে পথ চলো মিছে জীবনের।
–*—-
মাত্রাবৃত্ত, ছড়া – কবিতা

লেখকঃ কুতুবউদ্দিন, কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন