Ads

খুকুর ঈদ

মঞ্জিলা শরীফঃ

রমজানের ঐ রোজার শেষে
চাঁদ উঠেছে আজ,
খুশির জোয়ার বাঁধ ভেঙেছে
সাজবে নতুন সাজ।

নতুন জামা নতুন চুড়ি
আরো চুলের ফিতা,
প্রতি বছর আনতো বাবা
বাদ যেতনা জুতা।

ফিরনি পায়েশ লাচ্চা সেমাই
রাঁধতো মায়ে কত,
ঘুরে ঘুরে সবার বাড়ি
খেতাম বন্ধু যত।

ঈদের মাঠে নামাজ পড়ে
আসতো ভাই আর বাবা
সেলামী নিতে ছুটে যেতাম
থাকতো সাথে হাবা।

ধনী গরীব বন্ধু যত
আমরা সবাই মিলে
দুঃখগুলো উড়িয়ে দিতাম
সুখ থাকতো দিলে।

এবার ঈদটা একটু ভিন্ন
অন্য দিনের চেয়ে,
সুখ পাখিটা গলা সাধে
করুণ সুরে গেয়ে।

বন্ধু স্বজন ছিলো যারা
সবাই দুরে বন্দী
তাদের ছেড়ে ঈদের খুশির
সঙ্গে করি সন্ধি।

তবুও ঈদের চাঁদ উঠেছে
হাসছে তারা ঐ,
তার খুশিকে ভাগ করে নেই
নাচছি তা থৈ থৈ।।

লেখকঃ কবি,  সাহিত্যিক ও  সহ-সম্পাদক, মহীয়সী।

আরও পড়ুন