Ads

গহের আলী

তাসনীম মাহমুদ

[নওগাঁ, মহাদেবপুর, শিকারপুরের ভিক্ষুক গহের আলীর লাগানো রাজশাহী-নওগাঁ সড়কের বলিহার সেতু থেকে খোরদানারায়নপুর ০২ কিঃমিঃ রাস্তার
পাশে দাঁড়িয়ে থাকা ৩০ হাজার তালগাছ তাঁর-ই কথা বলে। গহের আলীর অনন্য উচ্চতা স্মরণে তাঁর জন্য আমার এ ক্ষুদ্র  প্রচেষ্টাঃ]

তাল গাছের সীমানা ছাড়িয়ে গহের আলী
আকাশের ওপারে একখানা ঘর তুলেছেন—
মালিকানায় শরীক কিংবা করারোপ নেই;
নেই বাদানুবাদ, অভিমান, জোয়ার-ভাটা।

রাজদরবার!—
উজির-নাজির পাইক-পেয়াদার ভীড়ে
ভিখারির অবসন্ন জীবন নিয়ে পথে পথে;
পেটে-পিঠের জ্বালা, দরকষাকষি হয় না এখন।

মহৎ জীবনগুলো এমনই ভাবে
মেরুপ্রভায় সমুজ্জ্বল নক্ষত্র হয়ে
শুকতারার মতো জ্বলে থেকে পৃথিবীর গাঁয়;
মানুষের দাক্ষিণ্যে নতজানু হয় না যাদের শির!…

১৮.০৯.২০২০

ছবি এবং তথ্যঃ Nurun Nabi Babul

তাসনীম মাহমুদ – কবি।

আরও পড়ুন