Ads

জীবনের কথকতা

।। আবু সাইফা ।।

শনিবার সন্ধ্যায়

পঞ্চাশোর্ধ আলী এসে বললো —–

কবি, তুমি তো নানা বিষয় নিয়ে কবিতা লেখো

আমার কথা কি লেখা যায়

তোমার কবিতায়?

কেন নয়?

তুমিই তো আমার নায়ক

আমার কবিতার শস্যক্ষেত

তোমাদের কথামালা কর্ষণ করে উর্বর করে তুলি

কবিতার পাণ্ডুলিপি।

বলো, তোমার মনে যতো কথা আছে বলে যাও

আমি আজ তোমাতে মননিবেশ করলাম।

আরও পড়ুন- আমাদের সহনশীলতা এবং বিবেক

আলী বললো —-

আজ আমার মনের কথা নয়, দেহের কথা বলতে এসেছি।

আমি জানি,

এ পিঞ্জর ভেঙে প্রাণপাখি উড়ে যাবে একদিন

পঞ্চভূতে লীন হবো, যেখান থেকে এসেছি

পুনরায় ফিরে যাবো সেই সে মহাশূন্যতায়!

তারপরও দেহের মায়া ক্রমশ স্বার্থপর করে তুলছে দুর্নিবার গতিতে,

স্ত্রী-সন্তান থেকে বিচ্ছিন্ন করে ফেলছে, তুলে ধরছে নির্মম দেওয়াল!

আরও পড়ুন- নবীন-প্রবীণের দূরত্ব ও কিছু কথা

এ জীবনে যে দু’জন বন্ধুর নিবিড় সাহচর্য পেয়েছি

তাদের প্রথম জন অভাব

দ্বিতীয় জন শ্রম।

এই যে মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে

কুব্জ হয়ে চলাফেরা করি, তা ঐ দুই প্রিয় বন্ধুর ভালোবাসার দান।

তাদের এ ভালোবাসা উপেক্ষা করার সাধ্য আমার নেই।

 

কবিঃ কবি ও গল্পকার 

ফেসবুকে লেখকে পেতে এই লিংকে ক্লিক করুন-Abu Saifa

আরও পড়ুন