Ads

দিন রাত্রির ছড়া

——-রফিকুল্লাহ্ কালবী

একটি ছড়া লেখবো বলে
বের করেছি নোট,
মৌমাছিরা সুুর তুলে কয়-
এখান থেকে ওঠ।

উঠে গেলাম ফুলের কাছে
মৌ মাধুরীর টানে,
দিশা হারাই শ্যামা পাখির
মিষ্টি মধুর গানে।

বৃষ্টি বলে- নবীন লেখক,
এসব কিছু রাখ্
মেঘের দেশে ছুটতে হবে
শোনো মেঘের ডাক।

মেঘের দেশে ঘুরতে গিয়ে
দেখনু আচানক,
বাংলাদেশে ধানের মাঠে
বড় আপন লোক।

ধানের মাঠের রাস্তা ধরে
গেলেম খেয়া ঘাট,
হঠাৎ শুনি ঝিলের জলে
পানকৌড়ির হাট।

কলার ভেলায় হাটে গেনু
ফিরি সাঁঝের বেলা,
নল খাগড়ার মাঠে বসে
ঝিঁঝিঁ পোকার মেলা।

মেলায় গিয়ে জোনাকিদের
সাথে খেলায় মাতি,
এমনি করে দিবস কাটে–
এমনি কাটে রাতি।

কুষ্টিয়া ০৭/০৯/২০২০

রফিকুল্লাহ্ কালবী – কবি।

আরও পড়ুন