Ads

ফররুখ তাঁর নাম

উম্মে আম্মার

চোখ দুটো তাঁর টানাটানা
ফররুখ তাঁর নাম
যশোর জেলায় বাড়ি তাঁর
মাঝাইল গ্রাম।

গ্রামটি যেন স্বপ্নপুরী
সবুজ দিয়ে ঢাকা
মধুমতি নদী সেথায়
চলে আঁকা বাঁকা।

ভয় ছিলনা একটুও  তাঁর
সাহস ছিল বুকে
চলতো কলম সত্য লেখায়
সত্য  ছিল মুখে।

তাঁর  লেখাতে ঠাঁই পেতনা
মিথ্যা  কোন কাজ
সাহস মাখা শব্দ লেখায়
আছে ছন্দ কারুকাজ।

ছোটদেরও ভালোবেসে
নাম দিত ফুল পাখি
করতো অনেক লেখা পড়া
রাত জেগে তাঁর আখিঁ।

যেমন ছিলেন মহা কবি
তেমন বড় মন
কলম দিয়ে ঘুম ভাঙাবেন
এই ছিল তাঁর পণ ।

লেখকঃ কবি।

আরও পড়ুন