Ads

পানি

-মুসলিহা তাফহীম

পানি হলো দামী অতি
বুঝি না তো তারই কদর,
ট্যাপ ঘুরালেই অঢেল পানি
পাচ্ছি আমি, থাকি সদর।

বারে বারে ট্যাপ ঘুরিয়ে
পানি নিতে ভারি লাগে,
রান্না তো তাই করতে গেলে
ট্যাপটা ছেড়ে রাখি আগে।

ঘষে ঘষে দাঁত যে মাজি
বেসিনেরই আয়না দেখে,
দাঁড়াই আমি সেথায় রোজই
ট্যাপটা সদা খোলা রেখে।

আসছে পানি কোথা থেকে
কোথায় বা তার মজুদ আছে,
জানি না তো আমি কিছু
তুচ্ছ এসব আমার কাছে।

এই মনোভাব আছে যাদের
বন্ধ করো ফেলা পানি,
নইলে পরে টানবে বিপদ
এই আমাদের বিশ্বখানি।

আরও পড়ুন